স্টাফ রিপোর্টার ঃ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা মাথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে ভ্যান চালক শান্ত হোসেনের স্ত্রী মোছাঃ আনিকা খাতুন কে মাথুরাপুর বাজার পাড়া গ্রামের মৃত আকাল মেকারের ছেলে মোঃ কামাল মেকার গভীর রাতে ভুক্তভোগী একা যেনে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। তার চিল্লাচিল্লি শুনে এলাকা বাসী টের পেয়ে ছুটে আসে। জনগনের উপস্থিতী টের পেয়ে কামাল মেকার পালাইতে গেলে জনগনের হাতে আটক হয়। কিছু মারপিট করে ছেড়ে দেয় প্রভাবশালীদের নির্দেশে। স্থানীয় ভাবে কোন বিচার না পেয়ে ভুক্তভোগী পরবর্তীতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের কপি হুবহু নিম্নে বর্ণিত হলো।
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোছাঃ আনিকা খাতুন
(২১), স্বামী-মোঃ শান্ত হোসেন, সাং-বাগোয়ান কান্দিরপাড়া, ইউপি-মথুরাপুর, থানা-দৌলতপুর,
জেলা-কুষ্টিয়া থানায় হাজির হইয়া আসামী ১। মোঃ কামাল মেকার (৩৬), পিতা-মৃত আকাল
মেকার, সাং-মথুরাপুর বাজারপাড়া, ইউপি-মথুরাপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়ার বিরুদ্ধে
এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমার বসত বাড়ির সামনে উক্ত আসামীর সাইকেল
মেরামতের দোকান রহিয়াছে। আমার স্বামী ভ্যান চালাইয়া জীবিকা নির্বাহ করে। আমার স্বামী
বাড়িতে না থাকার সুবাদে মাঝমধ্যে আমার বাড়ির ভিতর আসিয়া আমাকে কু-প্রস্তাব দেয়।
তাহার প্রস্তাবে রাজি না হওয়ায় উক্ত আসামী জোর পূর্বক আমার সহিত যৌন চরিতার্থ করিবে
মর্মে হুমকি ধামকি দিতে থাকে। ফলে বিষয়টি আমার স্বামী সহ স্থানীয় লোকজনদের ঘটনার
বিষয়ে জানাই। গত ইং-২৫/১২/২০২২ তাং রাত্রী অনুমান ১১.০০ ঘটিকার সময় আমার স্বামীর
বসত ঘরে একাকী ছিলাম।
সেই সময় উক্ত আসামী আমার বসত ঘরের দরজায় টোকা মারে।
তখন আমি ডাক-চিৎকার করিলে আশপাশের সাক্ষী ১। মোঃ রেজাউল বিশ্বাস (৩৮), পিতা-মৃত
সামসুল বিশ্বাস, ২। মোছাঃ ফুলকলি খাতুন (৩৫), স্বামী-মৃত কালু মন্ডল, উভয় সাং-বাগোয়ান
কান্দিরপাড়া, ইউপি-মথুরাপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ আরো অনেকে আগাইয়া
আসিলে উক্ত আসামীকে হাতে নাতে ধৃত করে এবং এই ধরনের কর্মকান্ডের জন্য স্থানীয়
লোকজন গন পিটুনি দিলে উক্ত আসামী আহত হয়। পরে তাহার লোকজন উক্ত আসামীকে
নিয়া যায়। উক্ত আসামী বিভিন্ন সময় আমাকে খুন জখম করিবে মর্মে হুমকি ধামকি দিতেছে।
সেকারনে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহিত আলোচনা করিয়া থানায় অভিযোগ
করিতে বিলম্ব হইল।
অতএব, জনাব উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে মর্জি হয়।