মাজেদুর রহমান (মাজদার),পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ার বানেশ্বরে মাদকের রমরমা ব্যবসা চলছে। হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা।
মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারির অভাবে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
বানেশ্বরের নামজগ্রামের পূর্বপাড়ায় প্রকাশ্যে মাদকের এ ব্যবসা চলাচ্ছে ওই এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের সাথে সখ্যতা সৃষ্টি করে এ ব্যবসা চালছে বলে অভিযোগ উঠেছে।
খোঁজনিয়ে জানাগেছে, উপজেলার বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত বানেশ্বর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদকের রমরমাব্যবসা। মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে এখানে মাদকদ্রব্য কেনা বেচাকরে থাকে।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে বিভিন্ন গাড়িতে বা মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু মাদকদ্রব্য আটক করে থাকে। বেশির ভাগ সময় মাদক ব্যবসায়ীর গডফাদারেরা ধরা ছোয়ার বাহিরে থেকে যায়।
তবে অভিযান পরিচালনার পর থেকে কিছু সময় তারা ব্যবসা গুটিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা তাদের ব্যবসা শুরু করে বলে এলাকার সচেতন মহল জানিয়েছেন। এছাড়াও আটক মাদক ব্যবাসায়ীরা একই কৌশলেতাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এতে করে এলাকার উঠতি বয়সের কিশোর ও যুবক শ্রেণী মাদকের মরণ নেশায় আশক্ত হয়ে পরছে। উপজেলার বানেশ্বরসহ পুঠিয়াসদর ও বাঁকি ইউনিয়ন গুলোর চিত্র একই রকম। এসব ইউনিয়নের শতাধিক পয়েন্টে মাদক কেনাবেচা চলে।
গত বেশ কয়েক দিন ধরে বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম পূর্বপাড়ার একটি দোকান ঘরের সামনে প্রাকাশ্যে মাদক কেনাবেচা করায় এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করে কোন সুফল পাচ্ছেনা বলে অভিযোগ এলাকাবাসী অভিযোগ করেছেন।
এব্যাপারে পুঠিয়া উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইনেস্পক্টর সাইফুল আলম জানান, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে আসছি। অভিযানে আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।