বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবকের নাম মিজান শেখ (২৫), সে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আহমেদ শেখর ছেলে। পেশায় সে একজন নির্মাণ শ্রমিক।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়,
(৩ আগষ্ট) সন্ধ্যায় রূপাপাত বামনচন্দ্র উচ্চবিদ্যালয়ের পিছনে রুপাপাত গ্রামের নিমাই কুলুর মেহগনি বাগানে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহর শরীরে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে, তার ডান চোখ উপড়ানো বলে পুলিশ জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার থেকে মিজানকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ওই বাগানে।
বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক কবির হোসেন বলেন – খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার ডান চোখ উপড়ানো, পিঠে কোপের দাগ রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।