তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৮৪ পিস ইয়াবা বড়িসহ মো. চান মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ী র্্যাবের হাতে আটক হয়েছে। আটকের ঘটনায় ফরিদপুর র্্যাবের ডিএডি মো. রফিকুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৯। ওই মাদক ব্যবসায়ী চরবর্নি গ্রামের মৃত হাসান প্রমানিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র্্যাব ৮ এর একটি দল অভিযান চালিয়ে ময়না ইউনিয়নের পশ্চিম চরবর্নি গ্রামের রুবেল শেখের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চান মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮৪ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ইয়াবা বড়িসহ আটকের ঘটনায় র্্যাব বাদি হয়ে মামলা করেছে। আটকৃত আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।