ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদক মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ধরমণ্ডলের আজমান মিয়া, সিআর মামলায় পলাতক লিয়াকত আলী, সাদ্দাম মিয়া, হালিমা বেগম, মোশারফ হোসেন, মাসুক মিয়া, হুসনা বেগম, নাসিমা বেগম। তারা সবাই নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, আজমান মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। এ ছাড়া অন্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আইনি কার্যক্রম শেষে আসামিদের জেলা আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।