নাটোরের বড়াইগ্রামে একটি বিরল প্রজাতির তক্ষকসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের বহনকারী প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। জব্দ তক্ষকটির দাম আনুমানিক দুই লাখ টাকা হবে বলে জানা গেছে।
আটকরা হলেন- বড়াইগ্রামের শ্রীরামপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে সুজন (৩২), মৌখাড়া গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল মজিদ (৪৫), গোপালগঞ্জ সদর উপজেলার ইসলামপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে নাসির উদ্দিন (৪৬) ও ঢাকার ধামরাই থানার দক্ষিণ পাঠানতলা এলাকার হারুন অর রশিদের ছেলে তৌফিক এলাহী (২৯)।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, শুক্রবার ভোরে আটকরা প্রাইভেটকারে তক্ষকটি বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীরামপুর সামাদের মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তক্ষকসহ প্রাইভেটকারটি জব্দ ও চারজনকে আটক করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।