র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ০৯টি মামলার এজাহারনামীয় এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আলী নবী@নবী মেম্বার বাঁশখালী থানাধীন গন্ডামারা এলাকায় আত্মগোপন করে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৩ জুলাই ২০২২ ইং তারিখ ২০৩০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী আলী নবী (৪৫), পিতা-মৃত আমির আলী, সাং-গন্ডামারা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত মামলাসমূহের এজাহারভুক্ত এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামী আলী নবী এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাশঁখালী থানায় হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ০৯টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।