ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধূকে নিজ বাড়িতে (১৮) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ধর্ষকের পরিবার ওই গৃহবধূকে মারধর ও মামলা না করতে হুমকি দেয়।

মামলাসূত্রে জানা গেছে, বাবা-মা হারা ওই কিশোরী নানাবাড়িতে বড় হয়েছেন। স্কুলে যাওয়া-আসার উপজেলার চরআলগী নয়াপাড়া গ্রামের শফিক মিয়ার বখাটে ছেলে মো. ইব্রাহিম তাকে নানাভাবে উত্ত্যক্ত করত ও কুপ্রস্তাব দিত। উপায়ন্তর না পেয়ে পড়ালেখা শেষ হওয়ার আগেই নাতিনকে বিয়ে দেন তার নানা।

বিয়ের পরও বখাটে ইব্রাহিম গৃহবধূর স্বামীর বাড়ির আশপাশে গিয়ে তাকে উত্ত্যক্ত করত। এ নিয়ে ওই গৃহবধূর সংসারেও অশান্তি তৈরি হয়। ওই গৃহবধূ তার নানার বাড়িতে বেড়াতে এসে গত বুধবার দিবাগত রাতে প্রকৃতির ডাকে বসতঘরের বাইরে বের হন।

এ সময় বখাটে ইব্রাহিম ও তার সহযোগীরা ওই গৃহবধূকে অপহরণ করে ইব্রাহিমের বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে বখাটে ইব্রাহিমের পরিবারের লোকজন গৃহবধূকে মারধর করে ও তার নানাকে বাড়িতে ডেকে নিয়ে থানায় মামলা না করার হুমকি দেয়। পরে বৃহস্পতিবার রাতে গৃহবধূর নানা বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।