তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক কসাইয়ের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরাই গরুর মাংস বিক্রির সময় এলাকাবাসীর সন্দেহ হলে জেরার মুখে কৌশলে পালিয়ে যায় কসাই কাবুল সরদার।
২২ মে রবিবার ঘটনাটি ঘটেছে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের পরমেশ্বরর্দী গ্রামে। জানা যায়, পরমেশ্বর্দী গ্রামের বিধবা নারী সকুরোন বেগমের লাল রংয়ের একটি ২ বচরের বকনা গরু শনিবার (২১ মে) রাতে চুরি হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
পরের দিন রবিবার সকালে ওই গরু জবাই করে স্থানীয় জয়পাশা বাজারে মাংস বিক্রি করছিলেন পরমেশ্বর্দী গ্রামের কসাই কাবুল সরদার। এসময় গুরুর মালিকসহ এলাকাবাসীর সন্দেহ হলে তারা গরুর উৎস সম্পর্কে কাবুলকে জিজ্ঞাসাবাদ করেন।
জবাবে সে গরুটির বিক্রেতা হিসেবে একই গ্রামের ইকতার মোল্যার নাম প্রকাশ করে। পরবর্তীতে খোঁজ খবর নিতে গেলে ইকতার মোল্যাকে এলাকায় পাওয়া যায়নি। অপরদিকে কসাই কাবুলও পরবর্তীতে গা ঢাকা দেয়।
গরুর মালিক শুকুরন বেগমের ভাই দবির ফকির জানায়, শনিবার গভীর রাতে আমার বোন শুকুরোন বেগম ঘুম থেকে উঠে গোয়ালে গিয়ে দেখে গরু নাই। গরু না পেয়ে খোঁজতে থাকে। সকালে জয়পাশা বাজারে ওই গরুর মাংস বিক্রি করছিলো কাবুল সরদার। পরে তার কাছে গরুর কেনার খবর জানতে চাইরে সে বলে ইকতার মোল্যার নাম বলে পালিয়ে যায়। আমরা আইনের আশ্রয় নিবো।
ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. মনির হোসেন জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে কসাইকে পায়নি। স্থানীয় মাতুব্বর এবং তার আত্মীয় স্বজনকে আজকে দিনের মধ্যে কসাইকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।