ফরিদপুরের মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হামিদুর রহমান ওরফে হামিদ (৬৬)কে মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজন সহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মধুখালী থানায় মামলা হয়েছে।
পুলিশ মামলার পর পরই এজাহার নামীয় তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত হলো মো. বাচ্চু শেখ (৪০), পিতা মৃত সাইদ শেখ, রবিউল ম্যোলা (৪৫), পিতা মৃত. রাজ্জাক মোল্যা ও হাবিব শেখ (৩৫), পিতা মৃত সাইদ শেখ। তারা সবাই পৌরসভার ২নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা গ্রামের মৃত. ফেলু মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. হামিদুর রহমান ওরফে হামিদ (৬৬)কে ২৮ জুন মঙ্গলবার রাত আনুমানিক ৯টার সময় সোনালী ব্যাংক উপজেলা কমপ্লেক্স শাখার নিচে দাড়িয়ে থাকা অবস্থায় উক্ত এজাহার নামীয় আসামী ও আরো অজ্ঞাত ২/৩ জনের একটি দল বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমানের উপর হামলা করে তাকে মারপিট করে নিলা ফুলা জখম করে এবং তার কাছে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে ওই বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান বাদী হয়ে মধুখালী থানায় মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, মামলার পর পরই আমরা এজাহার নামীয় তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।