নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ঘের ব্যাবসায়ী মৃত সিরাজ মোল্যার ছেলে মোঃ মফিজ মোল্যা (৫০)ওতার স্ত্রী আসমা বেগম (৪৮) গুরুতর আহত হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায় ২০ মার্চ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিঃ সময় মাছের ঘেরে যাওয়ার সময় বাড়ি থেকে বাহির হলে বাড়ির সংলগ্ন সন্ত্রাসীরা মফিজ মোল্যাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে।
এ সময় মফিজ মোল্লার চিৎকারে তার স্ত্রী আসমা বেগম দৌড়ে এসে তাকে ঠেকাতে গেলে তাকে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা।
মফিজের স্ত্রীর চিৎকারে প্রতিবেশী লোকজন হাজির হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মফিজ ও মফিজের স্ত্রীকে স্হানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়,রোগীদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার ডাঃ তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এলাকায় এখন ডিবি পুলিশও থানা পুলিশ মোতায়ন করা হয়েছে এলাকার পরিবেশ শান্ত আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।