![র্যাব-৩ এর অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/02/dkk1784-1.jpg)
র্যাব-৩ এর অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার
র্যাব-৩ এর অভিযানে এজাহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কালন মিয়া গ্রেফতার।
১। রাজধানীর খিলগাঁও থানাধীন রসুলবাগ এলাকা হতে ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কালন মিয়া (৪৫), পিতা-মৃত তারা মিয়া, সাং-হায়দার নগর, থানা-বাঞ্চারামপুর, জেলা-ব্রাহ্মবাড়িয়াকে ০৩/০২/২০২৩ তারিখ সন্ধ্যা ০৭৫০ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় অদ্য ০৩/০২/২০২৩ তারিখ ধর্ষণ মামলা রুজু হয়। আইন শৃঙ্খলা বাহিনী কতৃক গ্রেফতারের ভয়ে সে খিলগাঁও এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।