তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদক ব্যবসা জ্যাক শাহিন (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৯ পিস ইয়াবা বড়িসহ আটক করেছে থানা পুলিশ।
আটককৃত জ্যাক শাহিন উপজেলার শেখর গ্রামের আজিম মোল্যার ছেলে। এসআই মামুন ইসলাম জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে চতুল ইউনিয়নের বনচাকি কবরস্থনের বিপরীত বাবলুর মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জ্যাক শাহিন নামের এক মাদক ব্যবসায়ীকে ২৯ পিস ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। আটকের ঘটনায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।