মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা বাজারে গরুর মাংসের দোকানে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে মালিক ও কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও অসুস্থ গরুর মাংস জব্দ করা হয়।
বুধবার (৮জুন) সকালে মাগুরা জেলার মহম্মদপুরের নহাটা বাজারে মরা বা অসুস্থ গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব রামানন্দ পাল ঘটনাস্থলে গিয়ে শুনানিতে সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মাংস বিক্রয়ের অপরাধে কসাই মোঃ শিমুল মিয়াকে ৩০ হাজার টাকা এবং অসুস্থ গরু বিক্রি করার জন্য মোঃ মনির মৃধাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ তৈয়েবুর রহমান তুরাপ,নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ হুমায়ুন কবির সহ বণিক সমিতির সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।