মাবিয়া রহমান, মনিরামপুর প্রতিনিধিঃ রাত তখন আনুমানিক ১:৩০ হঠাৎ বিকট শব্দ ঘুম ভেঙে যায়, উঠে দেখি বাড়ির পাশে রাখা একটি প্রাইভেটকার আগুনে দাউদাউ করে জ্বলছে। সাথে সাথে চিৎকার দিলে আশেপাশের মানুষ ছুটে আসে এবং সকলে মিলে পানি দিয়ে আগুন নেভানো হয়।
ততক্ষণে গাড়িটির সামনের অংশের প্রায় অর্ধেকটা পুড়ে ছাই হয়ে গেছে।ঘটনাটির বর্ণনা দিচ্ছিলেন দিপু(৩৫) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মনিরামপুর পৌরসভার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে মোহনপুর গ্রামে। প্রাইভেটকারটি জাপানি টয়োটা কোম্পানির ৯০ মডেলের ঢাকা মেট্রো-গ ১১৬২০০সিরিয়ালের । গাড়িটির মালিক উপজেলার পেয়ারাতলা গ্রামের শহীদুল্লাহর ছেলে ফারুক হোসেন(৩৮)।
ভুক্তভোগী ফারুক হোসেন জানান, সে উপজেলার মোহনপুর গ্রামের আবদুল মান্নানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে পরিবার নিয়ে বসবাস করে। তার সকল সহায় সম্বল বিক্রি করে এই একটিমাত্র গাড়িই আছে। গাড়িটি মোহনপুর মাইক্রো স্ট্যান্ডের মাধ্যমে নিজেই ভাড়া চালিয়ে জীবিকা নির্বাহ করে।
প্রত্যাক্ষদর্শীরা ধারণা করছে কে বা কারা পূর্ব শত্রুতার জেরে মাঝরাতে গাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ফারুক বলছে তেমন কোনো ব্যক্তির সাথে তার বড় ধরনের কোন শত্রুতা নেই।
মাইক্রো স্ট্যান্ডের সিনিয়র ড্রাইভার আব্দুল কুদ্দুস জানান, ফারুক খুব নম্র ভদ্র স্বভাবের লোক এবং আমাদের মাইক্রো স্ট্যান্ডের সকল ড্রাইভারদের সাথে মিলেমিশে চলে। কিছুদিন আগেও সে ঋণগ্রস্ত হয়ে ঢাকা থেকে গাড়িটির কাজ করিয়ে নিয়ে এসেছে। তবে তার এই ক্ষতি মেনে নেওয়া যায় না।
এদিকে মাইক্রো স্ট্যান্ডের সকল শ্রমিকেরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করে অপরাধীকে খুব দ্রুতই আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।