
পলাতক আসামী ইমরান হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৩
পলাতক আসামী ইমরান হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৩

গাজীপুর মহানগরীর ভাসন এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ ইমরান হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
১। গাজীপুর মহানগরীর ভাসন থানাধীন ২৪ নং ওয়ার্ডস্থ এলাকা হতে অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী ১। মোঃ ইমরান হোসেন (২৫), পিতা-মোঃ মোস্তফা, সাং-কুসুম্বা (ঠনঠনিয়া পাড়া), থানা- মান্দা, জেলা-নওগাঁকে ২৪/১২/২০২২ তারিখ সন্ধ্যা ১৯৪৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
২। অধিনায়ক জানান, ধৃত আসামী নওগাঁ জেলার মান্দা থানার ০২/১২/২০২২ তারিখের একটি অপহরণ মামলার এজাহারভূক্ত পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে।
৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।