রাজশাহী সিটি করপোরেশনের অনুমতি না নিয়ে ১নং ওয়ার্ডের গুড়িপাড়া গোলজারবাগ এলাকায় অবস্থিত পুকুরের প্রটেকশন ওয়াল ভেঙ্গে ৬০ হাজার ইট খুলে নিয়ে যাওয়ার অপরাধে মামলা হয় আরএমপি’র কাশিয়াডাংগা থানায়।
এ ঘটনায় রাজপাড়া থানার লক্ষিপুর এলাকার রাজু মিয়ার ছেলে শয়ন আলী (৩৬) কে আটক করা হয়।
অপর আসামী গোলজারবাগ এলাকার শ্রমিক লীগের রাজশাহী জেলার সভাপতি আব্দুল্লাহ খানের ছেলে রানা খান আটক এড়াতে আত্মহত্যা’র হুমকি দিয়ে সামাজিক মাধ্যমে লাইভ বক্তব্য দিয়েছেন।
ঐ লাইভ বক্তব্যে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান ও তার বড় ভাই ১ নং ওয়ার্ডের কাউন্সিলর (প্যানেল মেয়র-২) রজব আলীকে দায়ী করেছেন।
গত সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় দিকে উক্ত পুকুরের প্রটেকশন ওয়ালের ইট নিয়ে যাওয়ার প্রাক্কালে একজনকে আটক করে পুলিশ।আটকের পর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলরের ভারপ্রাপ্ত সচিব (ডাটা এন্ট্রি অপারেটর) গুড়িপাড়া গোলজারবাগ এলাকার শফিকুলের ছেলে গোলজার (৩১) বাদি হয়ে মামলা দেন।দুইজনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাতনামা আরও ৮/১০ জন আসামী করা হয়েছে।
থানা ও এজাহার সুত্রে জানা যায়,কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ পানির পাম্পের পূর্ব দিক সোজা নুরুর ঢালান পর্যন্ত পুকুরের উত্তরের গাইড ওয়াল রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া আসামীরা ইট উত্তোলন করে নিয়ে যাচ্ছে জানতে পেয়ে বাদী
পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে ঘটনাস্থলে (৩৪) পাঠায়।তিনি ০৬ মার্চ সকাল অনুমান ১০ টার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ ১নং বিবাদী মোঃ রানা খান এর বসতবাড়ির সামনে গিয়ে বাঁধা নিষেধ করিলে কথা কাটাকাটির একপর্যায়ে রানা খান সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেন।অতঃপর বাদী অফিসের লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করিলে দেখা যায় যে,৬/০৩/২০২৩ তারিখ সহ বিভিন্ন তারিখ ও সময়ে ১নং বিবাদী জাতীয় শ্রমিকলীগের রাজশাহী জেলা সভাপতি আব্দুল্লাহ খানের ছেলে রানা খানের হুকুম ও সহায়তায় ২নং বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদীগন বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া জোরপূর্বক পুকুরের গাইড ওয়াল ও রাস্তার গাইড ওয়ালের প্রায় ৬০ (ষাট) হাজার ইট (যাহার আনুমানিক মূল্য- ৪,৮০,০০০/-) টাকার ইট ওয়াল ভাঙ্গিয়া উত্তোলন করে অজ্ঞাতনামা ট্রলিতে করে চুরি করে নিয়ে গিয়েছে।যাহার কারণে সরকারী রাস্তা ও ড্রেন ভেঙ্গে/ধসে পুকুরে নেমে যাওয়ায় আনুমানিক মূল্য- ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে কথা বললে কাশিয়াডাংগা থানার ওসি মশিউর রহমান বলেন,আত্মহত্যার হুমকির কথা শুনেছি।আসামীকে আটক অভিযান অব্যাহত আছে।
উল্লেখ,গোলজারবাগ গুড়িপাড়ার এলাকার একাধিক ব্যক্তি জানান,রানা খান একজন মাদকাসক্ত ব্যক্তি।মাদক সেবনের টাকা সংগ্রহে নানা অপকর্মে জড়িত হয়েছে।মাদক সেবনে মানসিকভাবে বিকারগস্ত হওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।