তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কুন্ডুরামদিয়া গ্রামে তরকারীর ভেতর পয়েজন মিশিয়ে ডাকাতির ঘটনা ঘটে। গত সোমবার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। বুধবার দুপুর পর্যন্ত ডাকাতির ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এলাকা সূত্রে জানা যায়, কুন্ডুরামদিয়া গ্রামের পরিমল দাসের রান্না তরকারী ভেতরে সোমবার দুপুরে কে বা কারা পয়েজন মিশায়। পরে তারা দুপুরের খাবার খেলে পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট গিয়ে চিকিৎসা নেয়। ওই দিন গভীর রাতে বিল্ডিংয়ের ২য় তলার তালা ভেঙ্গে সোয়ার ঘরের কক্ষে ৫/৭ জন অচেনা ডাকাত দল ঢুকে তাদেরকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে অালমারীতে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, আনুমানিক ১০/১৫ ভরি স্বর্নের গহনা নিয়ে যায়।

মঙ্গলবার খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার (২ নভেম্বর) সকালে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, পরিমল দাসের পরিবার জানায়, সোমবার দুপুরে ভাত খাওয়ার পরে পরিবারের সকলে বমি করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হলে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা নেন তারা। তবে ঘটনাটি তারা কাউকে জানায় না। তাদের ধারনা তরকারীর ভেতরে কেউ পয়েজন দিয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে তাদের সোয়ার ঘরের তালা ভেঙ্গে ডাকাত দল ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। পুলিশ তদন্ত করছে অপরাধীদের আটকের চেষ্টা চলছে।