ঢাকা জেলার আশুলিয়া এলাকা হতে ২০০৭ সালে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মিনাজুলকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

১। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকা হতে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ মিনাজুল(৩৫), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং-রতনপুর, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্দাকে ১৮/০২/২০২৩ তারিখ ১৭৪০ ঘটিকায় গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

২। অধিনায়ক জানান, ধৃত আসামী সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। সে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন এলাকায় ২০০৭ সালে একটি ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী। মামলার পর থেকে ধৃত আসামী পলাতক জীবন যাপন করে আসছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২০ সালে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন।

৩। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।