যশোরের বেনাপোলের গোগা সীমান্ত থেকে ২০ পিস স্বর্ণের বারসহ হৃদয় হোসেন (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুরে পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
হৃদয় হোসেন বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের সংবাদ পেয়ে একটি টহল দল পুটখালি সীমান্তে অভিযান চালায়। এ সময় ২০টি স্বর্ণের বারসহ হ্রদয় হোসেনকে আটক করা হয়। আটক স্বর্ণের বাজার মূল্য ২ কোটি টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।