‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না’ বলে মন্তব্য করেছিলেন শিক্ষিকাকে বিয়ে করা কলেজ ছাত্র মামুন। কিন্তু তাদের গন্তব্য আজ ঠেকে গেলো। কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের লাশ পাওয়া গেলো নিজ ঘরে।
তার প্রায় অর্ধেক বয়সী স্বামী কলেজ ছাত্র মামুনকে পুলিশ আটক করে নিয়ে গেছে থানায়। বিয়ের পর গত ৬মাস ধরে সুখেই সংসার চলছিলো তাদের। তবে ভাইরাল হওয়ার দুই সপ্তাহের মধ্যেই লাশ হতে হলো কলেজ শিক্ষিকা খায়রুন নাহারকে।
ছেলেটি দাবি করেছে, তার স্ত্রী নানা জনের নানা মন্তব্যের কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।
এটি হত্যা নাকি আত্মহত্যা, সেই রহস্য উদ্ধারে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় তার স্বামী মো. মামুন হোসেনকে আটক করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।