তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী খালপাড়া গ্রামে বসত বাড়িতে হামলা, লুটপাট ও মারধরের ঘটনায় মতিয়ার রহমান বাদি হয়ে ৭জনের নামে থানায় মামলা করেছেন।

মামলাটি গত শুক্রবার রাতে নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ৮। মামলা তিন আসামি এসকেন শেখ (৪০), মোতালেব শেখ (৩৮), মজিবর শেখকে (৩৮) শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করে শনিবার ফরিদপুর আদালতে প্রেরন করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, হামলার ঘটনায় মতিয়ার রহমান বাদি হয়ে শুক্রবার রাতে মামলা করেছেন। মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।