বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ব্যবসায়িদের আন্ত:কোন্দলের জের ধরে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে পুলিশে ধরিয়ে দিলেন অন্য মাদক ব্যবসায়িরা।

বুধবার (৬ জুলাই) রাত আনুমানিক ১০ টার দিকে বাবুল মোল্যা (৫০) নামে ওই মাদক ব্যবসায়িকে আটক করে থানার নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মো. বাবুল মোল্যা (৫০), ইয়াদুল শেখ (৪০), আনিস ডাকাত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এক মাস আগে ইয়াদুল শেখ ব্রাহ্মণবাড়িয়ার এক মাদক ব্যবসায়ির নিকট থেকে ৭৩ কেজি গাঁজা এনে এলাকায় বিক্রি করে টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন।

ওই মাদক ব্যবসায়িকে গাঁজার বিক্রয়ের টাকা আদায় করে দেয়ার চুক্তিতে তেলজুড়ি গ্রামের বাবুল মোল্যা কৌশলে ইয়াদুল শেখকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যান। পরে সেখানে ইয়াদুলকে আটকিয়ে তার নিকট থেকে ৭৩ কেজি গাঁজা বিক্রয়ের টাকা আদায় করে এবং তাকে শারিরীকভাবে নির্যাতন করে।

এ ঘটনার জের ধরে বুধবার রাত ১০ টা দিকে তেলজুড়ি গ্রামের পশ্চিমপাড়া মান্নান শেখের বাড়ির পাশ থেকে ১ কেজি গাঁজাসহ বাবলু মোল্যাকে বোয়ালমারী পুলিশের কাছে ধরিয়ে দেয় ইয়াদুল শেখ। বৃহস্পতিবার দুপুরে গাঁজা উদ্ধারের ঘটনায় বাবুল মোল্যাকে একমাত্র আসামি করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে বোয়ালমারী থানা পুলিশ।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এক কেজি গাঁজা উদ্ধারে ঘটনায় বাবুল মোল্যার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।