রাজধানীর খিলগাঁও থানার তিলপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে (৪২) গলা কেটে হত্যা করার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ৭ নম্বর রোডের ২১৬/এ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পরিবার দাবি করেছে, বিভিন্ন কারণে মানসিক সমস্যা ছিল তার। এ কারণেই স্ত্রীকে রুমের ভেতর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে স্বামী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে বাসার নিচ থেকে রক্তমাখা অবস্থায় আবুল হাসেমকে আটক করা হয়।

আরোও পড়ুন: কালীগঞ্জের সেই আলোচিত ওসি গোলাম রসুলের বদলি

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গৃহপরিচারিকার কাজ করতেন খুকি বেগম। তার বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটা উপজেলার কান্দাপাড়ায়।

রিকশাচালক আবুল হাসেম স্ত্রী খুকি বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। নিহত খুকি ১ ছেলে ও ২ সন্তানের মা। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।