ইসমাইল ইমন,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বড়কল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুচিয়া এলাকায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে সাবেক প্রবাসী বড় ভাইয়ের বসত ঘর ভেঙ্গে নিশ্চিহ্ন করে দেয়ার মামলায় আসামি ছোট ভাই রতন কান্তি দাশ কে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।
গত ২৯ শে জুন বুধবার ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে বড় ভাই সৃজন কান্তি দাশ।এরই ধারাবাহিকতায় চন্দনাইশ থানা পুলিশ ৩০শে জুন বৃহস্পতিবার রাতে রতন কান্তি দাশকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
থানার এজাহার সূত্রে জানাযায়,উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত বেনীমাধব দাশের ছেলে সৃজন কান্তি দাশ নির্মাণাধীন টিনের ঘরের কাজ করা অবস্থায় ছোট ভাই রতন কান্তি দাশ দলবল নিয়ে মারধর করে এক পর্যায়ে চাপাতি দ্বারা হত্যার চেষ্টা করে, সৃজন দাশ জীবন বাচাতে পালিয়ে গেলে তার বসত ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়। ইতঃমধ্যে ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।ওসি আনোয়ার হোসেন জানান আটককৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।