মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের ব্যস্ততম এলাকা রঘুনাথ বাজার থানার মোড় থেকে ১৩ নভেম্বর রোববার সকাল সাড়ে ৮টার দিকে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২৭) ও রবিউল আউয়াল (২০) নামে দুই
মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
মাদক কারবারি দ্বয় হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া উপজেলার কলেজপাড়া মহল্লার বাসিন্দা রিপন মিয়ার ছেলে আল আমিন ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুমবাইল গ্রামের বাসিন্দা ওবায়দুল্লার ছেলে রবিউল আউয়াল বাপ্পী। এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে রোববার সকালে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আল আমিন ও তার সহযোগি রবিউল আউয়াল বাপ্পীকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।
ওই দুই মাদক কারবারি এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা আন্তঃজেলা মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিল। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।