মোঃ শরিফ উদ্দিন, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা শহরের ব্যস্ততম এলাকা রঘুনাথ বাজার থানার মোড় থেকে ১৩ নভেম্বর রোববার সকাল সাড়ে ৮টার দিকে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২৭) ও রবিউল আউয়াল (২০) নামে দুই
মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।

মাদক কারবারি দ্বয় হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া উপজেলার কলেজপাড়া মহল্লার বাসিন্দা রিপন মিয়ার ছেলে আল আমিন ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুমবাইল গ্রামের বাসিন্দা ওবায়দুল্লার ছেলে রবিউল আউয়াল বাপ্পী। এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে রোববার সকালে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আল আমিন ও তার সহযোগি রবিউল আউয়াল বাপ্পীকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।

ওই দুই মাদক কারবারি এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা আন্তঃজেলা মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিল। এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।