যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সিমান্ত থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন শাখারিপোতা গ্রামের মনু মিযার ছেলে সোবহান মিয়া (৩৪) ও মৃত সিরাজ খাঁর ছেলে সলেমান খাঁ (৪০) উভয় সাং শাখারিপোতা। 
রোববার (৩০ অক্টোবর) ডিবি পুলিশ জানায় বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের নিজ বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ হতে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ২,৪০,০০০/- টাকা
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন।