মোঃ মেহেদী হাসান,পটুয়াখালী: পটুয়াখালী কুয়াকাটায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৬৫৫ পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই নারী হলেন রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২)। তারা উত্তর নুনিয়াছড়া কক্সবাজারের বাসিন্দা সিকান্দার হাওলাদারের মেয়ে।
তারা দীর্ঘদিন কুয়াকাটা এলাকায় থেকে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদ ভিত্তিতে আলীপুর চানমিয়া নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থেকে দুই বোন কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করেন। পরে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় দুই বোনকে ৬৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান,আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।