মো: ইমরান হোসেন,জেলা প্রতিনিধি, মাগুরা : মাগুরার শালিখা থানার ওসি’র নেতৃত্বে ৭.৫ কেজি গাজা সহ দুই জনকে আটক করেছে শালিখা থানা পুলিশ। আটককৃতরা হল নুরু হোসেন (২২), পিং-ফরিদ মিয়া, গ্রাম-মুসলিমপাড়া, থানা-মাটিরাংগা, জেলা-খাগড়াছড়ি ও মোঃ জুয়েল মোল্যা হানিফা (২৭), পিং-মোঃ সিদ্দিক মোল্যা, গ্রাম-ধনেশ্বরগাতী, থানা-শালিখা, জেলা-মাগুরা।

বৃহস্পতিবার(৩০ মার্চ) শালিখা থানার অন্তর্ভুক্ত শতখালীতে টহলরত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিমাখালী বাজারের যশোর-মাগুরা হাইওয়ে রাস্তার উপর সোহাগ কাউন্টারের সামনে থেকে তাদেরকে একটি স্যুটকেসের ভেতরে ৭.৫ কেজি গাজা সহ আটক করে। এসময় তাদের নিকট থেকে দুটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

এ ব্যপারে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, মাদকের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। শালিখা উপজেলাকে পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্সে আনতে চাই। মাদকের বিষয়ে কাউকে কোন ছাড় দেওয়া হবে না।
এ অভিযান পরিচালনা করেন
পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ,এসআই(নিঃ) সাখাওয়াত হোসেন,সঙ্গীয় অফিসার ও ফোর্সবৃন্দ।

আটককৃতদের ২০১৮ সালের মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।