রাজধানীর বেইলি রোডে মোটরসাইকেল নিয়ে উল্টোপথে ছুটছিলেন ১০ থেকে ১২ জন যুবক। সে সময় রাস্তা পার হচ্ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সহকারী পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন। এ সময় তার শরীরে মোটরসাইকেল তুলে দেন তারা। মিরাজ তাদের জিজ্ঞেস করেন, উল্টোপথে কেন চলছেন? এমনিতে উল্টোপথে, আবার ধাক্কাও দিচ্ছেন। কথা মুখ থেকে না শেষ হতেই বাইক থেকে দুজন নেমে অন্ধের মতো মুখে কিল-ঘুসি মারতে থাকেন। বুঝে ওঠার আগেই চারপাশ থেকে ঘিরে ধরেন আরও ৮ থেকে ১০ জন। এরপর পেটাতে থাকেন আমাকে আর বলেন, ‘ভাইকে চিনস নাই? আবার কথা বলিস।’
কে সে ভাই? জিজ্ঞেস করতেই হাসপাতালের বিছানায় শুয়ে মিরাজ পুলিশের এ সদস্য জানান, তিনি যুবলীগের একজন নেতা বলে জেনেছেন। সে রাতেই হাসপাতালে এসে তার কাছে কয়েকজন মিলে ‘সরি’ বলে গেছেন। তাদের নাম তিনি প্রকাশ করতে চাননি।
এ ঘটনায় মিরাজ বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় সবুজ হোসেন নামে একজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ঘটনা গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার। এ সময় এই পুলিশ সদস্য সাদা পোশাকে ছিলেন।
তিনি জানান, তাকে মারধরের পাঁচ মিনিটের মধ্যে রমনা থানা পুলিশের একটি টহল টিম এসে আহত মিরাজকে উদ্ধার করে। পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ৮ তলায় ৫ নম্বর ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের দায়িত্বরত নার্সরা বলছেন, ৩৪ নম্বর বেডের এ পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। গতকাল শুক্রবার থাকায় সিটি স্ক্যান করা যায়নি। এখন আগের চেয়ে সুস্থ আছেন।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্যকে মারধর করায় সবুজ নামে একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।