চাঁপাইনবাবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড়ভাই অ্যাডভোকেট ইলিয়াস আলী তার ছোটভাই গোলাম মোর্শেদ মিলনকে (৪০) গলাকেটে হত্যা করে পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা মহল্লায়।
জানা গেছে, শিয়ালা গাবতলা মহল্লার মোহাম্মদ গোলাম মোস্তফার ছেলে অ্যাডভোকেট ইলিয়াস আলীর সাথে তার ছোটভাই গোলাম মোর্শেদ মিলনের বিরোধ চলে আসছিল। তাদের বিরোধ মীমাংসার জন্য তাদের চাচা বুধবার রাত ৯টার দিকে মীমাংসায় বসে ব্যর্থ হন।
এদিকে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ক্ষোভ থেকে অ্যাডভোকেট ইলিয়াস আলী তার ছোটভাই গোলাম মোর্শেদ মিলনকে তার বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।