ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিএনপির ইফতার পার্টিতে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় আহত বিএনপির ৪ নেতা৷ তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিকালে চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম. হারুন-অর-রশিদ বলেন, আমরা চরনিখলা উচ্চ বিদ্যালয়ে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম এ সময় হঠাৎ ২০/৩০ জন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করে দুই শতাধিক চেয়ার-টেবিল। এ ঘটনায় বিএনপির ৪ নেতা আহত হয়।
তিনি আরও বলেন, হামলার পর আমার বাসভবনে সীমিত পরিসরে ইফতার ও খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়ার ব্যাবস্থা করি। প্রায় দুই হাজার মানুষের ইফতারির আয়োজন করা হয়েছিল। বেশিরভাগই নষ্ট হয়ে গেছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিএনপির নেতাকর্মীরা থানায় অভিযোগ বা মামলা করলে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।