ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মালায়েশিয়া প্রবাসী মোঃ ওয়াদুদ (মনির) এর মা কুরসিয়া বেগম ও স্ত্রী রেখা আক্তারকে মারধর করে স্বর্নলংকার ও নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার সাবেক ইউপি সদস্য মোশারফ হাওলাদার ও তার ছেলে সিপন, সপন, রিমন, মিজান এবং মোশারফের ভাই মোতালেব এদের বিরুদ্ধে।
শনিরবার সকাল ১১ টায় মনিরের স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় জানান, শুক্রবার বিকালে পরিকল্পিত ভাবে মোশারেফ এবং তার ছেলেরা আমার উপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমার শাশুড়ি বাধা দিতে আসলে তারা তাকেও মারধর করে। আমার মাথা এবং হাতে পায়ে ইট দিয়ে আঘাৎ করে, আমার গলার চেইন এবং কানের দুল ও হাতে থাকা মোবাইল নিয়ে জায়। ঘর রং করানোর জন্য ৩ লক্ষ টাকা বাসায় ছিলো তাও তারা ঘরে ডুকে নিয়ে জায়। পুলিশ আসার খবর পেয়ে মোশারেফ তার ছেলেদের নিয়ে পালিয়ে জায়, তাই আমাদের প্রান রক্ষা পায় সন্ত্রাসি মোশারেফের হাত থেকে।
প্রবাসী মানির জানান, ভুমিদশ্যু মোশারেফের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে। এবং জমি নিয়ে সালিস বৈঠক চলমান রয়েছে এই মূহুর্তে আমার স্ত্রী এবং মাকে মারধর করে মোবাইল, টাকা ও স্বর্নলংকার লু্ট করে নিয়ে গেছে। আমাদের বাড়ি ছারা করে। বিরধী জমিতে ভবন নির্মান করেছে।
এবিষয়ে মোশারেফ জানান, মনিরের বউ রেখা তার লোকজন দিয়া আমার ঘর দরজা কুপিয়ে ভাংচুর করেছে।
এবিষয়ে আওরাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিঠু সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি কাঠালিয়া থাকেন আমি আসতে আছি।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান, এ বিষয়ে এখন পর্যুন্ত কোনো অভিযোগ পাওয়াযায়নি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।