এমডি জিলহজ খান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:বিলগাতুয়া সিমান্ত দিয়ে প্রতিনিয়ত অবাধে আসছে মাদক। পর্দার আড়ালে বসে নিয়ন্ত্রণ করছে মাষ্টারমাইন্ড। সেই মূলহোতার নির্দেশনায় এই রুট হয়ে মাদক ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে। সে ধুর্ত। মাঠে নামে না। সাথেও নাই, ভাতেও নাই সে। কে এই তুলসীর পাতা?
স্থানীয়দের ভাষ্য,এই গডফাদারের নির্দেশনা বাস্তবায়ন করে বিলগাতুয়া গ্রামের তোয়াজের ছেলে আকিদুল আর আছেরের ছেলে টুয়েল।
মাদকদ্রব্য ক্রেতার কাছে পৌঁছে দেয়া ও অর্থ সংগ্রহ করাই তাদের মূল কাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় দোকানী জানান,মাদকচোরালানের পাশাপাশি সিমান্তে জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে থাকে এই দুই ডিলার। প্রতিবাদ করলেই হুমকি দেয়। বিলগাতুয়া গ্রামের সবার মুখে মুখে তাদের নাম।
গত ৫ জুলাই-২০২১ রাত ১১টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুরে বাজারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ঈসমাইল হোসেনের বাড়িতে আকিদুল ও টুয়েলের নের্তৃত্বে বোমা হামলা হয়।
এই হামলার টার্গেট মেহেদী হাসান জুয়েল প্রাণে বেঁচে যান। এই ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই এজাহারেও আকিদুল,দিপু,আবুল কালাম,ফকির,রুবেল পিতা-ফকির,শফি,বিল্লাল,পচা,বক্ কর,আশিক,বাহার,টুয়েলের নাম উল্লেখ ছিলো।
স্থানীয়দের দাবী, এই চক্রের সদস্যরাই গত বৃহস্পতিবার (১৯
আগষ্ট) বক্করের বাড়িতে বোমার বিষ্ফোরণ ঘটায়। এই ঘটনা তাদের পূর্বকল্পিত।
গত ১২ডিসেম্বর-২০ বিকাল তিনটায় ভ্যান চালক মিঠন রুনু ৩৯৮ বোতল ফেন্সিডিল সহ ধৃত হন। এই ফেনসিডিলের ডিলার ছিল আকিদুল। দৌলতপুর থানার এফ আই আর নং
১৮ তাং ১২.১২.২০ইং।
বর্তমানে আকিদুলের নামে বিচারাধীন মামলাগুলোঃ দৌলতপুর জিআর ৫৬৫/২০,
দৌলতপুর জি আর ৫৩/১৭,দৌলতপুর জিআর ৮১/১৭,দৌলতপুর জিআর ৪২/১৭।
আকিদুল,টুয়েল সাধারণ মানুষের সাথে মিশেনা। সমাজের মূল স্রোতে নাই তাদের কোন সখ্যতা। তাদের আড্ডার স্থান আলাদা।
টুয়েল মানব পাচার মামলার আসামী। সে যে
নিজেকে বিজিবির কথিত সোর্স পরিচয় দিয়ে থাকে এই কথা বিলগাতুয়া গ্রামের সবাই বলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক তাঁর ধারণা প্রকাশ করে বলেন গত বৃহস্পতিবার (১৯ আগষ্ট) বোমা বিষ্ফোরণের পরিকল্পনাকারী এই টুয়েল আর আকিদুল। তাদের জীজ্ঞাসাবাদ করলেই উন্মোচিত হবে সকল রহস্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।