শেখ মোস্তফা কামাল কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর থানা পুলিশ
বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ একজন ও বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত এক আসামি এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কেশবপুর থানার উপ-পরিদর্শক পিন্টু লাল এর নেতৃত্বে, অরুপ কুমার বসু, মিজানুর রহমান, আজিজুর রহমান, লিখন কুমার সরকার, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম, ফিরোজ হোসেন, মনিরুজ্জামান, সমরেশ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মকসেদ শেখের ছেলে সিরাজুল ইসলাম (৫০), বাকাবর্শী গ্রামের জোনাব মোড়লের ছেলে হাফিজুর রহমান (৪২), ধর্মপুর গ্রামের মৃত জহর আলীর ছেলে সাজাপ্রাপ্ত আসামি ওলিয়ার রহমান (৪৬), চাঁদড়া গ্রামের আঃ মাজিদ এর ছেলে আব্দুল কাদের (৪৫) ও থানার নিয়মিত মাদক মামলার আসামি কাকিলাখালি গ্রামের আনন্দ মোহন দাসের ছেলে শুভ্রদেব দাস হরফে শুভ (২৮) কে গাঁজাসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার সেকেন্ড অফিসার উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস বলেন, গাঁজাসহ ১জন ও বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ১জন এবং ওয়ারেন্টভূক্ত ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।