মোঃ জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ-

 

দিনাজপুরের খানসামায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না ম্যাজিক (দুয়ারী) জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস অধিদপ্তর।

 

খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রামের ইছামতী নদীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস অফিসার রতন কুমার বর্মন।

 

জানা গেছে,প্রায় কিছুদিন হতে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারিরা নিষিদ্ধ এ জাল দিয়ে দেশীয় প্রজাতির পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে আসছিল। সেই খবর এলাকাজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ জাতীয় দৈনিক পুনরুত্থান পত্রিকায় প্রকাশিত হয়।

পরে সেই তথ্যসূত্র ধরে ঐ এলাকায় ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করে খানসামা উপজেলা মৎস্য অধিদপ্তর।

 

উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মন এর নেতৃত্বে অভিযানে এসময় অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রসহকারী বকুল কুমার ঘোষ এবং লিফ সাদিকুল ইসলাম,স্থানীয় বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসময় উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রতন কুমার বর্মন ব‌লেন, ‌আমা‌দের কা‌ছে খবর আ‌ছে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় কা‌রেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ বি‌ভিন্ন অ‌বৈধ জাল দি‌য়ে দেশীয় মৎস শিকার করা হ‌চ্ছে, এর ফ‌লে বি‌ভিন্ন প্রকার জলজ প্রাণী ও উপকারী কীট পতঙ্গ বিলুপ্ত হ‌চ্ছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমা‌দের এই অভিযান অব্যাহত থাকবে।