মোঃ মিজানুর রহমান, খুলনা জেলা প্রতিনিধি: খুলনায় মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৩০০ গ্রাম গাঁজা ও ৩৫ পিস ইয়াবাসহ ৪ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ জুন) সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- নগরীর স্টেশন রোডের মৃত বাবুল খানের ছেলে আজিম খান সনি (৩৮), বসুপাড়ার মোঃ সুলতান মোল্লার ছেলে মোঃ সাদ্দাম মোল্লা ওরফে কামাল (৩০), ৫নং মাছঘাট মামুর মাজারের পেছনের আহম্মদ গাজীর ছেলে মোঃ সাদ্দাম (৩৩) ও পিরোজপুরের ভান্ডারিয়ার আঃ আওয়াল হাওলাদারের ছেলে খুলনার হোগলাডাঙ্গা এলাকান সোহাগ হাওলাদার (৩০)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।