শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একজনকে গ্রেফতার পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, সে রাষ্ট্রের অর্থ অন্যায় ভাবে ক্ষতি করার উদ্দেশ্যে এবং রপ্তানি যোগ্য মাছ পুশ পূর্বক ওজন বৃদ্ধির লক্ষ্যে এই অঘটন ঘটিয়েছে।রপ্তানি যোগ্য চিংড়ি অপদ্রব্য পুশ করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।তিনি উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া খালধার গ্ৰামে হাবিবুর রহমান সানার পুত্র মোঃ রবিউল ইসলাম (৪০)।বাগদা চিংড়ি মাছে পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার ওসি এজাজ শফীর দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে রবিউলকে হাতে নাতে আটক করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাইকগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। পাইকগাছা থানা মামলা নং ৭ তাং ১২/৬/২১ । ওসি এজাজ শফী জানান,গ্ৰেফতারকৃত আসামী রবিউল কে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।