মালয়েশিয়ায় বিমান বাহিনীর (আরএমএএফ) একটি ঘাঁটিতে গোলাগুলিতে অন্তত চার সদস্যের প্রাণহানি ঘটেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। দেশটির গণমাধ্যম খবর দিয়েছে, বিমান বাহিনীর এক সদস্য গুলি চালিয়ে তিনজনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে।
দেশটির সারাওয়াক পুলিশের কমিশনার দাতুক আইদি ইসমাইল বলেছেন, আরএমএএফের একটি শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতরা শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে দায়িত্বরত ছিলেন। কেন এই গোলাগুলির ঘটনা ঘটেছে; তা জানতে তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যম বলছে, গোলাগুলিতে নিহত বিমানবাহিনীর কর্মীরা সেখানে করোনাভাইরাস কোয়ারেন্টাইন পালন করছিলেন। সেখানকার এক সদস্য একটি নিরাপত্তা চৌকি থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার পর গুলি চালালে তাদের প্রাণহানি ঘটে। এ সময় তার একজন সহকর্মী আগ্নেয়াস্ত্রধারীকে শান্ত করার চেষ্টা করলে তিনি বলেন, আপনি বাঁচতে নাকি মরতে চান? পরে তার তলপেটে গুলি চালিয়ে হত্যা করেন এবং অন্যদের লক্ষ্য করে গুলি চালান।
গোলাগুলির এই ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের প্রাণহানি ঘটে এবং তৃতীয়জন আহত অবস্থায় একটি ক্লিনিকে যাওয়ার পর মারা যান। সহকর্মীদের হত্যার পর ওই বন্দুকধারীও গুলি চালিয়ে আত্মহত্যা করেন। কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে; যা এখনও পরিষ্কার নয়। গোলাগুলির সময় সব কর্মকর্তাই দায়িত্বরত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।