চট্টগ্রাম মহানগরীর সিএমপির খুলশী থানার অভিযানেঃ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ০৪
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
সিএমপি খুলশী থানা ধর্ষনের অভিযোগে ০৪ জনকে গ্রেপ্তার করে ঘটনার বিবরনে জানা যায় স্বামী রবিউল আলম সহ ভিকটিম ইতিপূর্বে মতিঝর্ণা শিউলির বাড়ীতে ভাড়া থাকত। প্রায় মাস খানেক আগে তারা বাসা ছেড়ে দেশে চলে যায়।
দেশে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনমালিন্য হলে স্বামী স্ত্রীর সাথে অভিমান করে যোগাযোগ বন্ধ করে দেয়। এসময় ভিকটিমের পূর্ব পরিচিত অত্র ঘটনায় মূল অভিযুক্ত মোঃ মনির হোসেন ভিকটিম এর স্বামী রবিউল আলম মতিঝর্ণায় আছে এমন সংবাদ দিয়ে ভিকটিমকে ০৬/১১/২০২০ ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় নিজ বাসায় নিয়ে আসে। মোঃ মনির হোসেনের পরিবারের সাথে ভিকটিম পূর্ব পরিচিত বিধায় ভিকটিমকে মোঃ মনির হোসেনের স্ত্রী বাসায় রাখে এবং মোঃ মনির হোসেনের স্ত্রীর সাথে রাত্রীযাপন করে। মোঃ মনির হোসেনের স্ত্রী পরদিন ০৭/১১/২০২০ ইং তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকায় গার্মেন্টসে চলে গেলে কূচক্রী মূল অভিযুক্ত মোঃ মনির হোসেন ভিকটিমকে একা পেয়ে খারাপ কাজের প্রস্তুাব করে। ভিকটিম রাজী না হলে তাকে গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে। অতঃপর ভিকটিম তার স্বামীর সন্ধানে বাসা থেকে বাহির হয়। বেলা অনুমান ১২:০০ ঘটিকায় ভিকটিম তার ফেলে যাওয়া বোরকা নিতে পুনরায় মোঃ মনির হোসেনের বাসায় যায়। তখন এলাকার কতিপয় বখাটে (মুন্না, মাসুদ, দিদার, সোহেল সহ ০৮ জন) ভিকটিমকে খারাপ অপবাদ দিয়ে মূল অভিযুক্ত মোঃ মনির হোসেনের সাথে বিবাহ দিতে চায়। এক পর্যায়ে স্থানীয় বখাটেরা ভিকটিম কে মারধর করে এবং তার কাছে থাকা নগদ ২,০০০/- টাকা ছিনিয়ে নেয়। এতে নিজে সদর হাসপাতালে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম কে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ভিকটিম বাদী হয়ে উক্ত ঘটনায় মূল অভিযুক্ত মনির সহ মোট ০৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে খুলশী থানার মামলা নং-১১, তারিখ-০৮/১১/২০২০ইং, ধারা- ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) তৎসহ ১৪৩/৩২৩/৩৭৯/৫০৬ দঃ বিঃ রুজু হয়।
তৎপ্রেক্ষিতে সিএমপির খুলশী থানা পুলিশ অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় মূল অভিযুক্ত মোঃ মনির হোসেনকে ঘটনায় ব্যবহৃত ছোরা সহ ডবলমুরিং থানাধীন রেলবিট এলাকা থেকে এবং ঘটনায় সংশ্লিষ্ট অপরাপর অভিযুক্ত মাসুদ, সোহেল ও দিদার সহ মোট ০৪ জনকে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যাক্তি মোঃ মনির হোসেনের বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র আইনে আরও একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।