চট্টগ্রামের হাটহাজারীতে জান্নাতুল ফেরদৌস (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী মোহাম্মদ শফিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটায় উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফোজদার আলী ফকিরের হাট এলাকায় পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুব বলেন, পারিবারিক কলহের জেরে এক নারীকে তার স্বামী খুন করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ফোরকান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।