ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চোরাই মাল নিজেদের মধ্যে বন্টনের সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুলাই) ওই উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে চোরাইকৃত মালামালসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো, বড়বাড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে রুবেল ইসলাম (২৪), আব্দুর রহমানের ছেলে মারুফ হাসান (২০), শফিকুল ইসলামের ছেলে আক্তার ইসলাম (২৫), আব্দুর জব্বারের ছেলে রবিউল আউয়াল (২২), বশির উদ্দিনের ছেলে হাসানুর (২২), আব্দুল জব্বারের স্ত্রী রুপবান (৪৫) ।
জানা যায়, ফুলতলা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে কয়েকজন ব্যাক্তি ডাকাতির মালামাল ভাগ বাটোয়ারা করছে এমন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৬ জনকে আটক করে পুলিশ। পরে জব্দকৃত মালামাল গুলো মানুষের বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেন তারা।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।