মোঃ নাজমুল হাসান নবীন, স্টাফ রিপোর্টার: প্রতিপক্ষের হামলায় আহত ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর মো. হুমায়ুন কবির খানের বাম হাত কেটে ফেলেছে চিকিৎসকরা। শুক্রবার রাতে রাজধানীর পঙ্গু হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়। ধারালো অস্ত্রের কোপে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ায় কব্জির ২ইঞ্চি উপর থেকে হাত কেটে ফেলতে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১২ আগষ্ট বৃহস্পতিবার রাতে ঝালকাঠি পালবাড়ি এলাকায় হুমায়ুন কবিরের উপর হামলা করে এলোপাথারী কুপিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এসময় তার বাম হাতের কব্জি দ্বিখন্ডিত হয়। গুরুতর আহত কাউন্সিলরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় নিয়ে শেরেবাংলা নগর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
হুমায়ুন কবিরের পরিবারের দাবী ঝালকাঠি পৌরসভার চার নস্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল শরীফের নির্দেশে ভাড়া করা সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হুমায়ুন কবিরের উপর হামলা চালায়। হামলার সময় কামাল শরীফ ও তার ভাই জামাল শরীফ, ইদ্রিস শরীফ ও ইলিয়াস শরীফ উপস্থিত ছিলো। ঝালকাঠি পৌরসভার ৬ নম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারসু জানান, এর আগেও একাধিকবার তার ভাইয়ের উপর হামলা করেছে কামাল ও তার সন্ত্রাসী দল।
এবিষয়ে যুবলীগ নেতা কাউন্সিলর কামাল শরীফ জানান, তিনি বৃহস্পতিবার রাতে ঘটনায় কিছু জানেননা। ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, দুর্বৃত্বদের হামলায় কাউন্সিলর হুমায়ুন কবির খান আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।