বিএম, হিরু মিয়া ঝিনাইদহ প্রতিনিধি : এবার ঝিনাইদহ জেলা পুলিশের হাতে ধরা পড়লো,নসিমন ও বাইসাইকেল চোর। উক্ত চোরের নাম মোঃ নুর ইসলাম (২৪), পিতা- মৃত জামাল শেখ ঠিকানা- পাইকপাড়া (স্কুলের পার্শ্বে) , উপজেল/থানা- ঝিনাইদহ সদর, জেলা -ঝিনাইদহ, সাম্প্রতিক সময়ে একই ব্যাক্তি ঝিনাইদহের গুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন এলাকা থেকে নসিমন সহ কয়েকটি বাই সাইকেল চুরি করতে থাকে।
বিষয়টি ঝিনাইদহ সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশারকে জানালে তিনি কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে একই চোর নিশ্চিত করেন। এরপর অতিরিক্ত পুলিশ সদর সার্কেল সুপার জনাব আবুল বাশারের আন্তরিক প্রচেষ্টায় নসিমন সহ উক্ত চোর জেলা পুলিশের হাতে ধৃত হয়। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরো জানান কারর সাইকেল ইজিবাইক, নসিমন চুরি হলে উপপোযুক্ত প্রমান সহ তারা যেনো দ্রুত পুলিশকে অবহিত করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।