ঠাকুরগাঁওয়ে জমি বিরোধের জেরে এক নারীকে বিবস্ত্র আদালতে মামলা:-
ঠাকুরগাঁওয়ে জমি বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক অসহায় নারী গুরুতর আহত হয়েছে। পরে গুরুতর অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুলকিনারা না পেয়ে বিচার চেয়ে বিজ্ঞ আমলী আদালত ঠাকুরগাঁও সদরে ছয়জনকে আসামী করে মামলা দায়ের করেছেন ভুক্তভুগী নারী আনোয়ারা বেগম।
মামলার বিবরনে জানা যায়, গত ২০ মার্চ রাতে জমি বিরোধের জেরে সদরের ভুল্লী আদর্শ বাজার এলাকায় মামলার বাদি আনোয়ারা বেগম এর ভ্যারাইটিজ দোকানে হামলা চালায় আসামীরা। এসময় ওই নারীকে দোকানের ভেতর থেকে বের করে বেধরক মারপিট করে মালামাল লুট ও নগদ দু লাখ টাকা ছিনতাই করে। আহত অবস্থায় প্রাণ রক্ষায় আনোয়ারা বেগম অনত্র যেতে চাইলে আসামীরা তার শাড়ি কাপড় খুলে বিবস্ত্র করে। এবং মেরে ফেলার চেষ্টায় গলা চিপে ধরলে অজ্ঞান হয়ে পরলে আসামীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে আনোয়ারা বেগম জানান, আমি একজন অসহায় ভ্যারাইটিজ দোকান করে সংসার চলতো। আসামীরা আমার শেষ সম্বলটুকুও চছনছ করে টাকা ও মালামাল লুট করে নিয়েছে। শুধু তাই নয় তারা আমাকে বিবস্ত্র করেঝে। আমি তাদের বিচার চাই। সে কারনে আদালতের আশ্রয় নিয়েছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।