ঠাকুরগাঁওয়ে বিদেশি মদ, ইয়াবা, ও ফেন্সিডিলসহ মাদক সম্রাট আমিনুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভূল্লী থানার ১৮ নং শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের নিজ বাড়ীতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ২৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম লাউথুতি গ্রামের আশরাফ আলী সরকারের ছেলে।তিনি পেশায় সাউন্ড সিস্টেম (মাইক) ব্যবসায়ী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলায় মাদক ব্যবসা করে আসতেছিলেন।

গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১৮ বোতল বিলাতিমদ, ২১০ পিস ইয়াবা, ৮০ বোতল ফেন্সিডিলসহ নিজ বাড়ী থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিকে ভূল্লী থানায় সোপর্দ পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।