মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের পার্বতীপুরে একটি মোবাইলের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
এসময় ৪টি মোবাইল,নগদ দেড় লাখ টাকা সহ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে দাগলাগঞ্জ বাজার বাণিজ্যিক এলাকার মা টেলিকম এ দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক এহসানুল হক মুন জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। বিকালে তিনি দোকানে এসে দেখতে পান ৪টি ব্যান্ডের ৪টি নতুন মোবাইল, ক্যাশ ভেঙে নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, সহ প্রয়োজনীয় কিছু কাগজপত্রও চুরি গেছে।
এ ঘটনায় নগদ অর্থসহ আনুমানিক প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি জানান,পার্বতীপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।