![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/Polish_20210922_002703823.jpg)
ঝালকাঠি প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মঙ্গলবার রাতে মামলা করেছেন মেয়েটির মা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মুন্না বিশ্বাস (২৩) কে গ্রেপ্তার করেছে ।
সে দপদপিয়া গ্রামের মজিদ বিশ্বাসের ছেলে। জানা গেছে, মেয়েটি শনিবার সকালে স্কুল থেকে মুন্না বিশ্বাসের বাড়ীর সম্মুখ সড়ক থেকে আসার সময় তাকে কৌশলে মেয়েটিকে ডেকে নিয়ে তাদের বাড়ীর সামনে বসে জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়।
এক পর্যায় মেয়েটি লম্পটের কবল থেকে ছুটে গিয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে লম্পট মুন্না বিশ্বাস পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটির মা নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মুন্না বিশ্বাস (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।