নারায়ণগঞ্জের বন্দরে বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে শামীম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পালিয়ে যায় তার দুই সহযোগী।
রোববার সন্ধ্যায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে সোমবার শামীম ও অজ্ঞাত দুইজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন।
বন্দর থানার এসআই কৃষ্ণ পোদ্দার জানান, রোববার সন্ধ্যায় ওই কিশোরী তার মামার ঘরের সামনে দাঁড়িয়েছিল। এ সময় বন্দরের চরইসলামপুরের চরগ্রাম এলাকার জোহার ছেলে শামীম এবং অজ্ঞাত আরও দুইজন কিশোরীকে মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে চরগ্রাম বিলে নিয়ে যায়। এরপর মাহবুব মেম্বারের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাস্থলের পাশে এ সময় শামীমের দুই সহযোগী পাহারায় থাকে। পরে কিশোরী চিৎকার করলে আশপাশের লোকজন আসার আগেই তারা পালিয়ে যায়।
তিনি জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়ে রোববার রাতেই শামীমকে গ্রেফতার করা হয়েছে। তার দুই সহযোগীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।