নার্সিং কলেজের শিক্ষার্থীকে অপহরণের মামলায় এক নারীসহ চার জনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন। শুক্রবার (২২ জুলাই) মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আসামিরা হলেন-লুৎফুন নাহার তন্বী, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ রানা ও মো. স্বপন।

জালাল উদ্দিন বলেন,‘চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের দুদিনের রিমান্ডের আদেশ দেন।’

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নার্সিং কলেজের ছাত্র সোহাগের সঙ্গে লুৎফুন নাহার তন্বীর পরিচয় হয়। তন্বী সোহাগকে মোবাইল ফোনে মিরপুর-১ নম্বর ফুট ওভার ব্রিজের নিচে দেখা করতে বললে ২০ জুলাই সকাল ৯টার দিকে তিনি সেখানে যান। এর পর তারা মিরপুর-১ নম্বরের হোটেল রোজ ভিউ (আবাসিক) এর একটি কক্ষে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তন্বী হোটেল কক্ষ থেকে এসএমএসের মাধ্যমে শফিকুল, মাসুদ ও স্বপনকে হোটেলে ডেকে আনে।

শফিকুল নিজেকে সিআইডি অফিসার হিসেবে পরিচয় দিয়ে সোহাগের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে কৌশলে তন্বী ঘটনাস্থল থেকে সরে যায়। পরে সোহাগকে সিআইডি অফিসে নিয়ে যাওয়ার কথা বলে শফিকুল, মাসুদ ও স্বপন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সামনে একটি সিএনজি অটোরিকশায় তোলে। সেখানে তারা সোহাগকে হত্যার হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করে। টেকনিক্যাল মোড়ে সোহাগ পুলিশের গাড়ি দেখে চিৎকার করে। চিৎকার শুনে টহল পুলিশ পাইকপাড়া ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে সিএনজি অটোরিকশাটি আটক করে এবং সোহাগকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে পরবর্তীতে মিরপুর-১ নম্বর গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে তন্বীকে আটক করা হয়।